আইপিএলের চলতি আসরে এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের পয়েন্টের যা অবস্থা, তাতে তাদের প্লে অফে ওঠা অসম্ভবের কাছাকাছি। ১০ ম্যাচে মাত্র ৫ জয়ে তারা এখন ৫ নম্বরে।
প্লে অফে উঠতে হলেবাকি সবগুলো ম্যাচ জিততে হবে। এমন সমীকরণে বৃহস্পতিবার আসরের ৫০তম ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল দিল্লি।হাই ভোল্টেজ ম্যাচে দিল্লি একাদশে
নেই মুস্তাফিজুর রহমান। তার জায়গায় সুযোগ পেয়েছেন প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া। এছাড়া আরও তিনটি পরিবর্তন এসেছে দিল্লি একাদশে। পৃথ্বী শাহ, চেতন সাকারিয়া এবং অক্ষর প্যাটেল বাদ
পড়েছেন। এই তিনজনের জায়গায় দলে এসেছেন মানদীপ সিং, রিপাল প্যাটেল এবং খলিল আহমেদ। টসের সময় দিল্লীর অধিনায়ক ঋষভ পন্থ বলেছেন, অক্ষর প্যাটেল ইনজুরিতে পড়ায় বাড়তি অল
-রাউন্ডার হিসেবে মানদীপ সিংকে নেওয়া হয়েছে। অন্যদিকে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থাকা হায়দরাবাদ একাদশে এসেছে তিন পরিবর্তন। ছিটকে গেছেন মার্কো জনসন, টি নটরাজন এবংওয়াশিংটন সুন্দর।
তাদের জায়গায় এসেছেন কার্তিক ত্যাগী,শন অ্যাবট এবং শ্রেয়স গোপাল। ব্র্যাবোর্নে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।
অবশেষে মুস্তাফিজুর রহমানের বাদ দেওয়ার বিষয়ে মুখ খুললেন পন্টিং তিনি বলেন মুস্তাফিজ গত কয় একটা ম্যাচে শেষ ওভার বল করতে এসে অতিরিক্ত রান দিচ্ছে য়া দিল্লি তার কাছ থেকে আশা করে না। আর এই অতিরিক্ত রানের জন্য দিল্লি ম্যাচ থেকে কয়একটা ম্যাচ থেকেব ছিটকে গেছে।
তিনি বুঝাতে চেয়েছেন শেষ ওভারই কাল হয়েছে মুস্তাফিজুরের জন্য