মুস্তাফিজ টেস্ট খেলতে না চাইলেও সমর্থন আছে সাকিবের

এক সময় প্রচার ছিল যে মুস্তাফিজুর রহমান টেস্ট খেলতে চান না। সেই প্রচার-প্রচারণার সত্যতার ভিত খুঁজে পেতেও সময় লাগেনি।

এটা প্রকাশ্যই হয়ে যায় যে টেস্ট খেলায় অনীহা এই ফাস্ট বোলারের। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরেও কতটা স্বেচ্ছায় গিয়েছেন, আছে সেই প্রশ্নও।

গেলেও দুই টেস্টেই খেলবেন কিনা, কানাঘুষা আছে তা নিয়েও। অ্যান্টিগা টেস্টের আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সংবাদ সম্মেলনে তাই মুস্তাফিজ প্রসঙ্গ ওঠা অবধারিতই ছিল।

অবশ্য এবার তৃতীয় দফায় নেতৃত্ব পাওয়ার আগে সাকিব নিজেও টেস্ট খেলা নিয়ে নাটক কম করেননি।তিনি কখন টেস্ট খেলবেন আর কখন খেলবেন না,তা নিয়ে নিত্য অনিশ্চয়তার কথা বলতে শোনা গেছে বিসিবি সভাপতি নাজমুল হাসানকেও।

কাজেই মুস্তাফিজ টেস্ট খেলতে না চাইলে যে সাকিব জোরাজুরির কিছু দেখবেন না, সেটিই স্বাভাবিক।মুস্তাফিজ টেস্ট খেলা নিয়ে বুধবার সবচেয়ে অনুমানযোগ্য মতোই দিলেন সাকিব,’দেখুন, একেকজনের অগ্রাধিকার একটা থাকতেই পারে।

এখানে কাউকে উদ্বুদ্ধ করার কিছু নেই। মুস্তাফিজ যদি ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলাকেই অগ্রাধিকার দেয় এবং মনে করে যে এটাই ওর জন্য ভালো হয়, তাহলে আমাদেরও ওর চাওয়াকেই শ্রদ্ধা করা উচিত।’

তবে মুস্তাফিজের এই সিরিজের দুটো টেস্টেই খেলার বিষয়ে আশ্বস্ত হওয়ার কথাও জানালেন সাকিব, ‘যেহেতু এই সিরিজে আছে, আমি নিশ্চিত যে ও এই দুটো ম্যাচই (টেস্ট) খেলার জন্য মুখিয়ে আছে।

এখন এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে এই দুই ম্যাচেই দৃষ্টিটা রাখতে চাইছি আমি। ওর সঙ্গে আমার কথাও হয়েছে।

এই দুটো ম্যাচ খেলার জন্য ওকে বেশ অনুপ্রাণিতই মনে হয়েছে।’ মুস্তাফিজের দীর্ঘ মেয়াদী ভাবনায় টেস্ট না থাকলেও তাতে সমর্থন আছে অধিনায়কের, ‘আর দীর্ঘ মেয়াদের কথা বললে, আমি ঠিক জানি না যে সে টেস্ট খেলতে চায় কী চায় না। জানি না, ওর মনে কী আছে। তবে প্রতিটা খেলোয়াড়েরই ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকে, কমফোর্ট জোন থাকে। আমাদের সেটিকে সন্মানই করা উচিত।’