কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে আজ আবারো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ওই ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রথম ২ ঘন্টা ইমেজ হেরে গিয়েছিল টাইগার।
তাইতো আজকের ম্যাচের প্রথম দুই ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অধিনায়ক সাকিব আল হাসান।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাটিং অথবা বোলিং যেটাই করুক না কেন প্রথম দুই ঘন্টা নিজেদের করে নিতে চান সাকিব।
গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের সাকিব আল হাসান বলেন, “আমরা শুধু ফোকাস করতে পারি কালকের (আজ) ম্যাচের প্রথম দুই ঘণ্টায় আমরা ব্যাটিং করি আর বোলিং করি।
তারপরে থেকে আসলে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আসলে আমাদের খেলতে হবে। কিন্তু প্রথম দুইটা ঘণ্টা আমরা ভালোভাবে শুরু করার চেষ্টা করব।”