কোনো ব্যক্তি বা দলের নাম না করে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এক ধর্মের মানুষ অন্য ধর্মকে গালিগালাজ করবেন, তা হতে পারে না। যারা এটা করেন, তাদের মাথা ডাস্টবিন।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিজেপি সাংসদ ও দলটির বরখাস্ত মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) ভারতের দক্ষিণেশ্বর মন্দিরের এক অনুষ্ঠানে মমতা স্পষ্ট করে জানান, দাঙ্গাহাঙ্গামা কখনো কোনো ধর্মের লোক করেন না।
সেটা করে কিছু লোভী নেতা। যারা মস্তিষ্ক নামক ডাস্টবিন থেকে বাজে চিন্তাধারা তুলে আগুন লাগায়, গাড়ি পোড়ায়, যখন-তখন রাস্তায় বসে পড়ে। তিনি বলেন, যারা নেগেটিভ লোক, তারা সারা ক্ষণ কুচুটেপনা করছে।
আমি ওদের দোষ দিই না। মস্তিষ্ক থেকে চিন্তা হৃদয়ে গিয়ে মানবিকতার জন্ম দেয়। ওদের সেই হৃদয় বন্ধ। আর ওদের মস্তিষ্ক ডাস্টবিনে পরিণত হয়েছে। সেখানে সব খারাপ জিনিস ফেলে দিচ্ছে। যে-কুৎসা, অপপ্রচার করছে, তা আসছে ওই ডাস্টবিন থেকে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, যে-মস্তিষ্ক ও যে-হৃদয়ে মানবিকতা নেই, সেটা মরুভূমি। যারা মেরুকরণ করছেন, তাদের বলি, আসুন রামকৃষ্ণদেবকে পড়ি, জানি। শুধু উল্টোপাল্টা বললেই হবে? সূত্র-আনন্দবাজার।