বয়স ৪১ পার হলেও এখনও তরুণ প্রজন্মের নিকট হার্টথ্রব অভিনেত্রী পূর্ণিমা। আর প্রায় ১০ বছরের সংসারে বিচ্ছেদের পর আবারও দ্বিতীয়বারের মত পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেছেন এই নায়িকা।
গত ২৭ মে একটি বেসরকারি বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে এই খবর নায়িকা গণমাধ্যমকে জানিয়েছেন দুই মাস পর।
দীর্ঘ এই বিলম্বের বিষয়ে পূর্ণিমা বলেন, ‘বিয়ের পরেই পরিবারের সবাই বেশ অসুস্থ ছিলাম। প্রত্যেকের জ্বর ছিল। কারও কারও কোভিড ছিল। এই কারণে বিয়ের খবর জানাতে দেরি হয়েছে। তবে বছরের শেষে সকলকে নিয়ে আয়োজন করে রিসিপশন অনুষ্ঠিত হবে।’
এর আগে বিয়ের বিষয়ে পূর্ণিমা বলেন, ‘চার কি পাঁচ বছর আগে কাজের সূত্রেই তাঁর সঙ্গে পরিচয়। সেখান থেকেই একটা ভালো বোঝাপড়া, বন্ধুত্ব হয়েছে। এরপর পরিবারকে জানাই। দুই পরিবার থেকে বলা হলো, বিয়েটা করে ফেললেই ভালো। মাসখানেক আগে পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। পারিবারিকভাবে ছোটখাটো আয়োজনে বাসাতেই বিয়ের অনুষ্ঠান হয়েছে।’
প্রসঙ্গত, এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি। সন্তান জন্মদানের পর থেকে অভিনয়ের পরিমাণ কমিয়ে দেন এই অভিনেত্রী। তবে চলচ্চিত্র এখন নিয়মিত হলেও দর্শকদের মাঝে এখনও অত্যন্ত জনপ্রিয় পূর্ণিমা।