টি-টোয়েন্টি বিশ্বকাপ যেনো বাংলাদেশের জন্য এক হতাশার নাম। প্রতিটি বিশ্বকাপের আসরে অংশ নিলেও এখনো পর্যন্ত বাংলাদেশের নেই কোন বিশ্বকাপের শিরোপা অর্জন,
এটা তো আকাশ কুসুম কল্পনা, কেননা টাইগাররা কখনোই খেলতে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও!তবে বাংলাদেশ দল আশাবাদী এবারের বিশ্বকাপে সাফল্যের দেখা পাবে টাইগাররা।
বিশ্বকাপের আগেই টি২০ ক্যারিয়ারকে না বলে দিয়েছেন তামিম ইকবাল। তবে এবারের বিশ্বকাপের নিজেদের সেরাটা দিতে পারবে বলে আত্মবিশ্বাস বাংলাদেশ দলের।
আগামী ১৬ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। প্রথম রাউন্ডে সেরা দুই দলের মধ্যে থাকতে পারলে সুপার টুয়েলভের টিকিট মিলবে।
আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করেছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
চলুন এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশের সময় অনুযায়ী বাংলাদেশের ম্যাচ গুলোর সময় সূচী- টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর।
এই ম্যাচে টাইগাররা মুখোমুখি হবে গ্রুপ এ কোয়ালিফায়ার দলের বিপক্ষে। বাংলাদেশের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২৭ অক্টোবর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯ঃ০০ টায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় ম্যাচ ৩০ অক্টোবর। ‘গ্রুপ বি কোয়ালিফায়ার’ বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯ঃ০০ টায়।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় ম্যাচ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। ভাইভোল্টেজ এই ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২:০০ টায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ৬ নভেম্বর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়।