রাশ্মিকার ভক্তদের জন্য দুঃসংবাদ, ‘পুষ্পা 2’তে থাকছে বড়সড় পরিবর্তন!

অভিনেত্রী রাশ্মিকা মন্দনা র অনুরাগীদের জন্য হয়তো খুবই হতাশা জনক একটি সংবাদ। যে সময়ের জন্য প্রতিদিন তার অনুরাগীরা দিন গুনছে বর্তমানে জানা যাচ্ছে সেখানেই প্রায় নেই এই অভিনেত্রী। কথা হচ্ছে পুষ্পা সিনেমার দ্বিতীয় পার্ট অর্থাৎ ‘পুষ্পা: দ্য রুল’ নিয়ে। যেখানে ‘শ্রীভল্লি’ অর্থাৎ রাশ্মিকা মন্দনা -র চরিত্র নাম মাত্র রাখা হয়েছে।

আর এই খবর সামনে আসতেই তার অনুরাগীদের মধ্যে যে এক অসন্তোষ দেখা যাবে তা জানারই ছিল। সাথেই সিনেমার মধ্যে নাকি শ্রীভল্লির মৃ;;ত্যু হবে এমন সিন ও আছে গল্পে। পরিচালক সুকুমার পুষ্পা দ্বিতীয় পর্বেই সিনেমাটি শেষ করে দিতে চাইছে। যে কারনেই গল্পের ভাঁজ বোনা হয়েছে এইভাবে।

এস. পি ভানওয়ার শ্রীভাল্লি কে ব্যবহার করবে পুষ্পাকে হারানোর জন্য। যে কারনেই একসময় প্রাণ যাবে শ্রীভাল্লির। ঠিক এমন গল্পই নাকি থাকছে সিনেমার দ্বিতীয় সিকুয়ালে।

এই খবরে যদিও ছবির নির্মাতাদের পক্ষ থেকে পাকাপাকি ভাবে শিলমোহর পাওয়া যায়নি। পুষ্পার শুটিং শুরু হবার কথা ছিল গত এপ্রিল মাস থেকে। তবুও এখনও রাশ্মিকা নিজে বলিউডের একের পর এক প্রজেক্টে ব্যস্ত আছে। ‘Mission Mangal’,’Thank God’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

সাথেই Ranbir Kapoor -এর সাথে ‘Animal’ সিনেমায় অভিনয় করছেন রাশ্মিকা। এখন শুধু অপেক্ষা ”পুষ্পা: দ্য রুল’ সিনেমার ট্রেলার কবে সামনে আসে।