লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

নতুন করে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলবেন না সাকিব আল হাসান।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলে মাঠে নামার কথা রয়েছে আগামী ১৫ই মে। এই সিরিজকে সামনে রেখে বেশ কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছে বাংলাদেশ দলের স্কোয়াড।

প্রথমে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হলেও পরবর্তীতে সেটা বেড়ে দাড়িয়েছে ১৭ জনে। এই ১৭ জনের স্কোয়াডে ছিলেন অলরাউন্ডার সাকিবা আল হাসান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দলে সাকিব থাকলেও পারিবারিক কারণে দেশে ফেরত আসায় শেষ পর্যন্ত টেস্ট খেলেননি তিনি।

প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে না খেললেও ঘরের মাঠে শ্রীলোঙ্কা সিরিজে খেলবেন সাকিব এমনটা জানানো হলে তাকে রাখা হয় এই সিরিজের স্কোয়াডে। তবে প্রথম টেস্ট শুরু আগে জানা গেল সাকিব আল হাসান খেলতে পারছেন না চট্টগ্রাম টেস্ট।

সাকিব আল হাসান কোভিড পজিটিভ হয়েছেন। ফলে আপাতত ক্রিকেট থেকে দূরেই থাকতে হচ্ছে। সাকিবের কোভিড পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন।

সাকিবের অনুপস্থিতিতে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের পরিকল্পনাতেও টিম ম্যানেজমেন্টকে আনতে হবে পরিবর্তন। তার পরিবর্তে একাদশে কে থাকছেন সেটা অবশ্য বলে দিবে সময়ই।

দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ১৫ মে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ঢাকায় মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে থেকে।

এক নজরে দেখে নেয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৭ সদস্যের বাংলাদেশ স্কোয়াড।

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান, শহিদুল ইসলাম, নাঈম ইসলাম, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, সুমিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া।