লিটনের ৪৯ আফিফের ৫০ রানের ঝড়ো ব্যাটিং এর পরে ম্যাচ হেরে যে কারণে দুষলেন অধিনায়ক মাহমুদুল্লাহ

ম্যাচ বদলায়, ভেন্যু বদলায় কিন্তু বাংলাদেশের ভাগ্য বদলাতে যেন কোনো ভাবেই চায় না।গায়ানায় বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে ৫ উইকেট।

আর তাতেই টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও ক্যারিবিয়ানদের কাছে নাকানিচুবানি খেল টাইগাররা।টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে।

এর আগে গায়ানায় দিনের খেলা শুরু হয় ৩০ মিনিট দেরিতে।যেখানে ৩য় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।যেখানে এইদিন ব্যাট হাতে তুলনামূলক ভালো করেছে টাইগার ব্যাটসম্যানরা।

এই ম্যাচে রানে ফিরেছে ওপেনার লিটন দাস।তার সংগ্রহ ৪৯ রান এবং অন্যদিকে আফিফ হোসেনের ফিফটিতে বাংলাদেশ দল স্কোরবোর্ডে যোগ করে ১৬৩ রান ৫ উইকেট হারিয়ে।

তার জবাব দিতে নেমেই প্রথম ওভারেই বাংলাদেশ দলকে ব্রেকথ্রু এনেদেন এই ম্যাচে তাসকিনের বদলি দলে সুযোগ পাওয়া স্পিনার নাসুম আহমেদ।

তার বলে ব্রান্ডন কিং ফিরে যান ৭রান করে।তার পর পরই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন স্পিনার শেখ মেহেদী ও সাকিব।তাদের বলে যথাক্রমে আউট হয়েছে ব্রকক্স এবং স্পিথ।

তবে বাংলাদেশ দল জয়ের আশা জাগিয়েও তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে।পরবর্তীতে কাইল মায়ারস এবং অধিনায়ক নিকোলাস পুরানের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

যেখানে কাইল মায়ারস করেন ৫৫ রান ৩৮ বলে ও অধিনায়ক পুরান অপরাজিত থাকে ৩৯ বলে ৭৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে।