জিম্বাবুয়ে সফরের শুরুটা ভালো করতে পারল না বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে গেছে টাইগাররা।
ক্রিকেটারদের বিশ্রামে দিয়ে নতুন কিছু করার চিন্তা ভাবনা করছিল বিসিবি।যে কারণে দলে নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্রামে দিয়ে দল সাজায় বিসিবি।
কিন্তু দল পরিবর্তন করেও ফল পায়নি বাংলাদেশ। টাইগার বোলারদের উদাসীন বোলিংয়ে রেকর্ড ২০৫ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।
জবাবে ব্যাট করতে নেমে ১৮৮ রাম সংগ্রহ করে বাংলাদেশ। ম্যাচ হওয়ার কারণ হিসেবে ম্যাচের শেষের কয়েক ওভারকে দায়ী করেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোহান বলেন, “বল হাতে শেষের কয়েকটি ওভার খুব বাজে হয়েছে আমাদের। পরের ম্যাচে এই জায়গাটায় উন্নতি করতে হবে।
ওদের যদি ১০-১৫ রান কম হতো, তাহলে আমাদের জন্য একটি পজিটিভ ফল আসত।পিচ ভালো ছিল, ভেবেছিলাম এই রান তাড়া করতে পারব।
আশা করি, দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াব।” অধিনায়ক হিসেবে অভিষেকে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সোহান। ২৬ বলে চারটি ছক্কা ও একটি চারে অপরাজিত ৪২ রান করেন তিনি।
আজকের পরাজয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ। আগামীকাল রবিবার এই হারারেতেই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।