অথচ শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে একাদশে অনিশ্চিত ছিলেন সাকিব আল হাসান। এমনকি সুস্থ হওয়ার পরেও সাকিবকে একাদশের রাখতে আগ্রহ দেখিয়েছিলেন না প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
কিন্তু সেই সাকিব শ্রীলংকার বিপক্ষে দেখালেন নিজের বোলিং চমক।তবে সাকিবের চমক এই ইনিংসের ৩ উইকেট নয় বরং বোলিংয়ে নিজেকে পুরোপুরি পরিবর্তন করে ফেলেছেন সাকিব আল হাসান।
বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার থেকে পুরোপুরি বদলে গিয়ে নিজেকে বাঁ-হাতি চায়নাম্যান বানিয়ে ফেললেন সাকিব আল হাসান।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে বেশ কয়েকবার বাঁ-হাতি চায়নাম্যানের মতো বোলিং করেছেন সাকিব। যা নজর কেড়েছে সবার।যেটি মাঠের মধ্যে ধরতে পেরেছেন লঙ্কান উইকেটকিপার-ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে শ্রীলঙ্কার ইনিংসের ১১১তম ওভারের ঘটনা। দিনেশ চান্দিমালকে পরপর চারটি বল বট দেন সাকিব।
তবে ওই ওভারের পঞ্চম বলছি ছিল অন্যরকম। বলটি ডিফেন্স করে হাত দিয়েও দেখান সাকিব কিছু একটা ভিন্নরকম করেছেন।
টিভি রিপ্লেতে দেখা যায়, নিজের অর্থোডক্স অ্যাকশনের বাইরে গিয়ে চায়নাম্যানের মতো বোলিং করেছেন সাকিব। যেমনটা করেন ভারতের কুলদিপ যাদব,
দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসিরা। সাকিবের এই চায়নাম্যান ডেলিভারি স্বাভাবিকের চেয়ে বেশি টার্ন নিয়ে স্ট্যাম্পের দিকে ঢোকে। এ কারণেই মূলতঃ চমকে যান চান্দিমাল।