শ্রীলঙ্কার বিপক্ষে বড় চমকে দ্বিতীয় ম্যাচের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শেষ হবার আগেই দ্বিতীয় ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

ইনজুরিতে পড়া শরিফুল ইসলামকে ১৬ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি।চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে শেষের দিকে ব্যাটিং করতে নামা শরিফুল ইসলাম ইনজুরিতে পড়েন।

একটি বল মোকাবেলা করতে গিয়ে আঙুলে চোট বাধান এই পেসার। আগে থেকেও কিছুটা ইনজুরিজনিত সমস্যা নিয়েই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বল করে গেছেন শরিফুল।

তবে চোট পাওয়ার পর তাকে নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। মাথায় আঘাত না পাওয়ায় কনকাশন পদ্ধতিতেও তার পরিবর্তে প্রথম টেস্টে বিকল্প হিসেবে কাউকে নিতে পারেনি বাংলাদেশ।

লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে তাই বাড়তি কোনো পেসার নেয়নি। ফলে ১৭ জনের স্কোয়াড নেমে এসেছে ১৬ জনে।বাকি স্কোয়াড থেকে তামিম ইকবালের হাতের পেশিতে টান পড়ায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন রিটায়ার্ড হার্ট হয়ে।

তবে তা গুরুতর না হওয়ায় দ্বিতীয় টেস্টের স্কোয়াডেও রাখা হয়েছে তামিমকে। অর্থাৎ প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটিং দেখা যাবে উদ্ববোধনী ব্যাটার হিসেবে।

এছাড়া বোলিং বিভাগে সাকিব আল হাসানের সাথে তাইজুল ইসলাম ও প্রত্যাবর্তনের ম্যাচে উকেটের বন্যা বসানো নাইম হাসানকে রাখা হয়েছে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে স্পিন আক্রমণে। মিরপুরের উইকেটে তাই আবারও দেখা যেতে পারে স্পিনঘূর্ণি।

এক নজরে দেখে নেয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের স্কোয়াড।

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শহিদুল ইসলাম এবং রেজাউর রহমান রাজা, এবাদত হোসেন।