সকল বাঁধা পেরিয়ে সভাপতি নির্বাচিত হলেন মিরাজ

জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ সভাপতি নির্বাচিত হয়েছেন নিজ এলাকার ক্লাব কাশিপুর ক্রিকেট একাডেমির।

জাতীয় দলের এই অলরাউন্ডারের ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিলো এই একাডেমি দিয়ে। কাশিপুরেই নিজের ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন মিরাজ,

এই ক্লাবেই খেলে বড় হয়েছেন,খুলনার ক্রিকটাঙ্গণে এসেছে সেই ক্লাব পরিচালনার দায়িত্ব নিলেন তিনি। ইনজুরির জন্য জাতীয় দলের বাইরে আছেন মিরাজ।

ফাঁকা সময়টায় চলে গেছেন নিজের এলাকায়।কাশিপুর ক্রিকেট একাডেমি খুলনার সিনিয়র ডিভিশনের প্রথম বিভাগ লিগে অংশ গ্রহণ করে।

এবছরও ক্লাবটি প্রথম বিভাগ লিগে অংশ গ্রহণ করবে।১৭ মে থেকে শুরু হতে যাওয়া সেই লিগে খেলবেন মিরাজ নিজেও। ক্লাবটির ৩৩ সদস্য বিশিষ্ট কার্য্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

সেখানে সভাপতির দায়িত্ব নিয়েছেন মিরাজ।মিরাজ ছাড়াও দুই সভাপতি হলেন হাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হক সেতু।

সহ-সম্পাদক হয়েছেন হেদায়েত উল্লাহ দিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আল মাহমুদ,

কোষাধক্ষ্য মোঃ রাব্বু হোসেন, প্রচার সম্পাদক মারুফ বিল্লাহ, সহ-প্রচার সম্পাদক মোঃ রমজান মোল্লা রনি ও দফতর সম্পাদক সিফাত হোসেন।

দুই বছর মেয়াদী কমিটির সদস্যরা হলেন- এমাদাদুল, হাসিব, আল আমিন, জাহিদ, বিল্লাল, জুয়ের, শামীম, কাওসার, রাজা, নুর, লিটু, আলিফ, সজীবন, নয়ন, নাসির, অনিম, আরাফাত, মুসান্না ও রাব্বি।