মাশরাফি বিন মুর্তজা মনে করেন, এ মুহূর্তে বাংলাদেশের সেরা ডেথ ওভারের বোলার মোহাম্মদ সাইফউদ্দিন।
ডেথ ওভারের বোলিং বিবেচনায় মুস্তাফিজুর রহমানের চেয়েও সাইফউদ্দিনকে এগিয়ে রাখছেন মাশরাফি।জাতীয় দলে খেলার সময়ে মাশরাফি ছিলেন ডেথ ওভারে দলের বড় ভরসা।
একসময় সেই জায়গা নেন মুস্তাফিজ। পুরো বিশ্বেই এখন মুস্তাফিজকে ডেথ ওভারের অন্যতম সেরা বোলার হিসেবে দেখা হয়।তবে মাশরাফি মনে করেন,
ডেথ ওভারে মুস্তাফিজের চেয়েও সাইফউদ্দিন বেশি কার্যকরী। তিনি বলেন, ‘সাইফউদ্দিন এ মুহূর্তে আমার কাছে ডেথ ওভারের সেরা বোলার।
আপনি যদি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ থেকে দেখেন- ধারাবাহিকভাবে সে ভালো করছে। সে ডেথ ওভারে বাংলাদেশের অন্যদের চেয়ে আলাদা।
এক্ষেত্রে আমি তাকে মুস্তাফিজের চেয়েও এগিয়ে রাখব।’কেন সাইফউদ্দিন অন্যদের চেয়ে আলাদা কিংবা কেন মুস্তাফিজের চেয়েও সাইফউদ্দিনকে এগিয়ে রেখেছেন,
সেই কারণও ব্যাখ্যা করেছেন মাশরাফি। তিনি বলেন, ‘ডেথ ওভারে ইয়র্কার ও ভেরিয়েশনের প্রয়োজন হয়।
মুস্তাফিজের ভেরিয়েশন আছে, কিন্তু সাইফউদ্দিন ইয়র্কারে অন্যদের চেয়ে বেশি নিখুঁত।’