সাকিব আল হাসানকে অবশ্যই সেঞ্চুরি করতে হবে : রাসেল ডমিঙ্গো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র সাকিব আল হাসানই রান করেছেন।

দুই ইনিংসে তিনি করেছেন হাফ সেঞ্চুরি। তবে সাকিব আল হাসানকে ইনিংস আরো বড় করার জন্য পরামর্শ দিয়েছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

সর্বশেষ ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। সবমিলিয়ে শেষ ১২ ইনিংসে ছয়বার পঞ্চাশ পেরিয়েছে সাকিবের ব্যাট।

কিন্তু সেঞ্চুরি হয়নি একবারও, সর্বোচ্চ ইনিংসটি ৮০ রানের। ভালো শুরু করে সেঞ্চুরি না পাওয়ায় হতাশ হয়েছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

তিনি জানিয়েছেন সেঞ্চুরি করার মতো যথেষ্ট সমর্থ সাকিবের রয়েছে। তৃতীয় দিনের খেলা শেষে হেড কোচ বলেছেন, “সাকিব সবসময়ই ভালো চেষ্টা নিয়ে ব্যাটিং করে,

রানের চাকা সচল রাখার চেষ্টা করে। তবে আমরা চাই না সে স্লগ করুক। আমরা চাই সে ভালো ক্রিকেট শট খেলুক। সেটা করেই প্রতিপক্ষের ওপর কিছুটা চাপ প্রয়োগ করুক।”

তিনি আরও যোগ করেন, “সেও জানে যে শুরুর সময়টা কাটিয়ে দিলে তাকে দীর্ঘ ইনিংসটা খেলতে হবে। তাকে সেঞ্চুরি করতে হবে।

এখন হয়তো সে সাত নম্বরে ব্যাটিং করছে সে। তবে সে অবশ্যই ছয়ে খেলবে। প্রথম ছয় ব্যাটারকে অবশ্যই সেঞ্চুরি করতে হবে। আক্রমণ ও রক্ষণের মধ্যে ভারসাম্য আনতে হবে।”