প্রথমে অবিশ্বাস্য বোলিং ও ফিল্ডিং, এরপর চোখধাঁধানো ব্যাটিং। দুই ওপেনারের রেকর্ড জুটি। তামিম ইকবালের সৌরভ ছড়ানো সব শট,
লিটন দাসের ব্যাটে নান্দনিকতার পাশাপাশি সতর্কতা। সেঞ্চুরিয়নের বাংলাদেশের পারফরম্যান্স ছিল এমনই মনোমুগ্ধকর।এদিকে, সাকিবকে উদ্দেশ্য করে আসিফ বলেন, ‘এবার সিরিজ জয়ের গল্প হোক।
নতুন ইতিহাস গড়েই আপনি দেশে ফিরুন সাকিব ভাই। পরিবারের এই কঠিন অবস্থায় আজ আপনার খেলাটাই বিশেষ কিছু। তবুও চাওয়া এই ত্যাগ শক্তিতে রূপ নিক।
আপনি জ্বলে উঠুন, সঙ্গে বাকিরাও। আরেকটি টিম গেম দেখতে চাই…।’এই গায়কের ভাষায়, ‘দেশের জন্য কাজ করে যেতে হবে।
মাথায় রাখতে হবে দেশপ্রেম একটা থ্যাংকসলেস জব। সাকিব আল হাসান-বাংলাদেশ ক্রিকেটের প্রাণ। বাংলাদেশের গত পঞ্চাশ বছরের সেরা ইতিহাস তুমি।
এদেশে কোন গুণী আজ পর্যন্ত সম্মান নিয়ে মরতে পারেনি, তোমাকেও সেই পথে ঠেলে দেয়া হয়েছে।তোমার দৃপ্ত পথচলা আরও শক্তিশালী হউক।
সবার ভালোবাসা পাবার প্রয়োজন নেই। নিজের কাজে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেন পৃথিবীতে না থাকলেও তোমার গুনগান মানুষ গাইতে বাধ্য হয়।
এটাই অকৃতজ্ঞদের শাস্তি।’ সাকিবকে নিয়ে আসিফ আরও লেখেন, “দেশব্যাপী ক্রিকেট বোদ্ধার যন্ত্রণায় এখন আর খুব একটা খেলা দেখি না, এ বিষয়ে কথাও বলি না।
তোমার ছেলে মেয়েসহ পরিবারের সবার দ্রুত সুস্থতা কামনা করি। ম্যাচের ফলাফল নিয়েও ভাবিত নই। পরিবারকে হাসপাতালে রেখে খেলছো দেশের জন্য, তোমার স্যাক্রিফাইসের প্রতি সম্মান জানাতে এই পোস্ট।
শ্রদ্ধেয় আবুল হাসানের লেখা কবিতার দুটো পংক্তি তোমার জন্য-‘ঝিনুক নীরবে সহো, নীরবে সহিয়া যাও/ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তা ফলাও।’ হ্যাটস অফ সাকিব আল হাসান। ভালবাসা অবিরাম।”