চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানী নালিশ জানানোর পর মৌসুমীর বিবৃতি দেখে একে পারিবারিক বিষয় হিসেবে দেখছে শিল্পী সমিতির নেতারা। তাই আপাতত এতে নাক গলাতে চাইছেন না বলে জানিয়েছেন শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।
রোববার শিল্পী সমিতি দেওয়া লিখিত অভিযোগে চিত্রনায়ক ওমর সানী দাবি করেন, চার মাস ধরে তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে ‘বিরক্ত করছেন’ চিত্রনায়ক জায়েদ খান; জায়েদের বিরুদ্ধে সংসার ভাঙার চেষ্টার অভিযোগও তোলেন সানী।
জায়েদ খানের সদস্যপদ বাতিল করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিল্পী সমিতিকে অনুরোধ করেন সানী।চিঠিটি শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের হাতে পৌঁছানোর আগেই এক অডিও বার্তায় মৌসুমী বলেন, জায়েদ খান তাকে অসম্মান করেনি।
এই পরিস্থিতিতে ওমর সানীর অভিযোগের বিষয়ে শিল্পী সমিতির অবস্থান জানতে চাইলে সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন বলেন, “যেহেতু আমাদের সভাপতি বরাবর একটা চিঠি এসেছে এবং পরবর্তীতে মৌসুমী আপু একটা বিবৃতি দিয়েছেন। পারিবারিক ইস্যুতে তো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যাবে না।”
অভিযোগটি সভাপতির কাছে পৌঁছলেও তা নিয়ে সমিতির এখনও কোনো বৈঠক হয়নি বলে জানান তিনি।সাইমন বলেন, “যদি এভাবে সুরাহা না হয়, এটা কাঞ্চন সাহেব ভালো বলতে পারবেন।”বিষয়টি নিয়ে ইলিয়াস কাঞ্চনের কোনো মন্তব্য জানা যায়নি।
তবে সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয় আমি কিছু বলতে চাইছি না। শুধু একটা কথাই বলব— সব চলচ্চিত্রকর্মী ও শিল্পীর কাছে আমার অনুরোধ, চলাফেরা, কথাবার্তা ও আচার-আচরণে আপনারা সংযত হবেন।