ব্যাট হাতে আবারও ঝড় তুলেছেন সাব্বির রহমান। ডিপিএলের প্রথম দিনে সাব্বিরের সাব্বিরের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
বিকেএসপিতে এদিন প্রথমে ব্যাটিং করতে নামা লিজেন্ডস অব রূপগঞ্জ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ওপেনিং জুটিতে খুব বেশি সুবিধাজনক স্কোর গড়তে পারেনি। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ও আব্বাস আলবি সাজঘরে ফিরে যান দলের রান ৫০ পার হবার আগেই।
অভিজ্ঞ নাঈম ইসলাম ও রাকিবুল হাসান নয়ন। এই দুই ব্যাটার মিলে দলকে এগিয়ে নিতে থাকেন লম্বা সময় ধরে। তৃতীয় উইকেট জুটিতে তারা দুজন স্কোরবোর্ডে জমা করে ৮৩ রান।
রাকিবুল অর্ধশতক থেকে মাত্র ৪ রান দূরে থেকে অর্থাৎ ব্যক্তিগত ৪৬ রানে সাজঘরের পথ ধরলেও ব্যাট হাতে অবিচল ছিলেন নাঈম।
চিরাগকে সাথে নিয়ে এবার নাঈম ইসলাম গড়েন ৮৪ রানের জুটি। রাকিবুলের মত নাঈমের সাথে সমান তালে রান তুলতে থাকেন চিরাগও। ব্যক্তিগত ৪৭ রানে রাকিবুল সাজঘরে ফিরে গেলে ব্যাট হাতে ঝড় তোলেন সাব্বির রহমান।
নাঈম ইসলাম ১১৪ বল মোকাবেলায় ৯৪ রানের ইনিংস খেলে মাত্র ৬ রানের জন্য শতক মিস করেন নাঈম। তার এই ইনিংসে ছিল ছয়টি চার এবং দুইটি ছক্কা।
নাঈম শতক মিস করলেও সাব্বির রহমানের ব্যাটিং ঝড়ের দেখা মিলেছে এদিন। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকায় বিপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও ডিপিএলে যেন স্বরূপে ফিরেছেন সাব্বির।
এদিন মাত্র ২৫ বল মোকাবেলায় সাব্বির রহমান খেলেছেন ৪২ রানের ইনিংস। নাঈম ইসলামের ৯২ রানের পর সাব্বির রহমানের ৪৭ রানের ইনিংসে ভর করেই মূলত বড় স্কোরের দেখা পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে রূপগঞ্জ এদিন পেয়েছে ২৯১ রানের বিশাল সংগ্রহ।
জবাবে খেলতে নেমে অবশ্য শুরুর থেকেই ধারাবাহিক বিরতিতে উইকেট হারিয়ে যাচ্ছে গাজী গ্রুপ। শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) গাজী গ্রুপের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১২৮ রান।