সিএনজিতে যৌ;ন হয়রানি, অভিযুক্তকে ৩০ মিনিট ধরে চড়ালেন নারী ব্যাংকার

বুঝতে পারলাম আমা’র পিঠে কেউ একজন হাত বুলাচ্ছে। প্রথমে পাত্তা দেইনি। পরে দেখি দাড়িওয়ালা এক মধ্যবয়স্ক পিঠ থেকে হাত সরিয়ে নিল। মা’থায় র’ক্ত উঠে গেল। সিএনজি থেকে নামিয়ে রাস্তার মোড়ে সবার সামনে ৩০ মিনিট ধরে চড়ালাম। গুনে গুনে শ’খানে চড় দিয়েছি।কথাগুলো বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সুমি উর্মি। সুমি বর্তমানে ঢাকা ব্যাংকের সিলেট শহরের একটি শাখায় কর্ম’রত।

এদিকে যৌ’ন হ’য়’রানির ভুক্তভোগী সুমি বলেন, গতকাল রবিবার ৩ জুলাই রাতের দিকে অফিস শেষ করে কিছু কেনাকা’টা করে বাসায় ফিরছিলাম। রাত ৮টা ১০এর দিকে বন্দর এলাকা থেকে শাহপরান রুটের সিএনজিতে উঠি। পেছনের সিটে আমা’র পাশে একটি ছোট ছে’লে ও তার পাশে একজন মধ্যবয়স্ক লোক ওঠেন। ছোট ছে’লেটা মাঝখানে বসেছিল। আমা’র শপিং ব্যাগগুলো পেছনে রেখেছিলাম।

শুরুতে ভাবলাম ব্যাগগুলো আমা’র পিঠে লাগছে। অর্থাৎ আমা’র পিঠে কোনোকিছুর স্প’র্শ অনুভব করছিলাম। কয়েকমিনিট পাত্তা দেইনি। সিএনজি যখন শাহপরান উপশহর মোড়ের কাছে পৌঁছল তখন বুঝলাম আমা’র পিঠে আঙুল দিয়ে আঁচড় দিচ্ছে কেউ। ততক্ষণে মাঝের কি’শোর নেমে গেছে।

হ’য়’রানিতে অ’ভিযু’ক্তকে হাতেনাতে ধরে ফেলার বর্ণনা দিয়ে সুমি বলেন, পিঠে তার হাত থাকা অবস্থায় তাকে আমি ধরে ফেলি। শুরুতে সে অস্বীকার করলেও চি’ৎ’কার করে জিজ্ঞেস করতেই, বলতে শুরু করে ভুল হয়েছে। মা’থায় তখন র’ক্ত উঠে যায়। ইচ্ছেমতো চড়াতে শুরু করি। শাহপরান মোড়ের কাছে প্রায় ৩০ মিনিট ধরে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে অনেকগুলো চড় মে’রেছি।

সুমি জানান, অনেকক্ষণ মা’রার পর অ’ভিযু’ক্ত তার পা ধরে মাফ চাইতে থাকে। ধীরে ধীরে সেখানে লোক জড়ো হয়। স্থানীয়ার এসে তাকে পু’লিশে দিতে বলে। কেউ কেউ মাফ চেয়েছে দেখে ছেড়ে দিতে বলে। তখন তাকে ছেড়ে দিয়ে বাসায় চলে যান সুমি। সুমি জানান, পাশেই থা’না ছিল, কিন্তু তাকে থা’নায় ধরিয়ে দেয়ার সময় পায়নি। আর এতো তাড়াতাড়ি সব ঘটে গেছে যে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল দেয়ার সময় পাইনি। চড় মা’রা শেষে মধ্যবয়স্ক লোকটা নিজেকে কোনো এক মাদ্রাসার শিক্ষক হিসেবে পরিচয় দেন। তবে তার‌ নাম বলেননি বলে জানান সুমি।

এদিকে পাশে থা’না‌ থাকতে আইন নিজের হাতে তুলে নিতে গেলেন কেনো এমন প্রশ্নে ব্যাংকার সুমি উর্মি বলেন, এ বছর ৮ মা’র্চে সিএনজির ভেতরে হ’য়’রানির শিকার হতে হয়। প্রতিবাদ করায় তখন সিএনজি থেকে অ’ভিযু’ক্ত তাকে উল্টো নামিয়ে দেয়। সুমি বলেন, সিলেট এলাকায় গণপরিবহনে না’রীদের যৌ’ন হ’য়’রানি নিত্য ঘটনা। সিলেট রক্ষণশীল এলাকা হওয়ায় কোনো না’রী প্রতিবাদ করতে পারে না। উল্টো না’রীদের দোষ ধ’রা হয় বলে অ’ভিযোগ করেন ভুক্তভোগী সুমি।