সিদ্ধান্ত পরিবর্তন তামিমের সাথে ওপেনিংয়ে নামবেন জয় – টিম ম্যানেজমেন্ট

মাউন্ট মঙ্গানুইয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় চোট পান মাহমুদুল হাসান জয়।

এরপর চোট পাওয়া তার ডান হাতে তিনটি সেলাই লাগে , খেলতে পারেনি আর পরের টেস্টে। তবে দক্ষিন আফ্রিকার ডারবান টেস্ট দিয়ে আবারও একাদশে ফিরছেন এই ক্রিকেট যুদ্ধা।

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ডারবান টেস্টে থাকবেন ওপেনারের ভূমিকায়। দেশসেরা ব্যাটার ও নিয়মিত ওপেনার তামিম ইকবালও চোট কাটিয়ে টেস্টে ফিরছেন এই ম্যাচ দিয়ে।

ম্যাচের এক দিন আগে অধিনায়ক মুমিনুল হক জানালেন, তামিম ভাই এর সাথে মাহমুদুল হাসান জয়েরই খেলার সম্ভাবনা বেশি।তামিম ও জয় ছাড়াও টেস্ট স্কোয়াডে ওপেনার হিসেবে আছেন সাদমান ইসলাম।

তবে ডারবান টেস্টে সাদমান নয়, জয়ের ওপরই ভরসা রাখছে দেশের টিম ম্যানেজমেন্ট। অবশ্যই জয়ের ওপর দলের এই আস্থা প্রশংসার দাবিদার।

জয় একাদশে থাকলে এবারই প্রথম তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে দেখা যাবে তাকে।বাংলাদেশের উদ্বোধনী প্রথম টেস্টের জুটি সম্পর্কে জানতে চাইলে সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন,

‘উদ্বোধনী জুটি তামিম ভাই ও জয়কে নিয়ে হওয়ার সম্ভাবনা খুব বেশি।’মুমিনুল বলেন, ‘কম্বিনেশন নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, তবে তামিম ভাই এর সাথে জয়ের থাকা এক প্রকার নিশ্চিত।

কাল উইকেট দেখে সিদ্ধান্ত নিব। কারণ কন্ডিশনের ভিন্নতার ওপর অনেক কিছু নির্ভর করে।’ একাদশ সাজানোর জন্য যতটা বেশি সময় সম্ভব উইকেট যাচাই করতে চায় বাংলাদেশ।