সিরিজ শুরুর আগে দুঃসংবাদ বাংলাদেশ দল

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উইন্ডিজে এখন অবস্থান করছে বাংলাদেশ দল। টেস্ট দিয়ে আগামী ১৬ জুন থেকে শুরু হবে দুই দলের মধ্যকার সিরিজ।

তবে সেই সিরিজের আগে দুঃসংবাদ আছে বাংলাদেশ দলে।কেননা চোটে পড়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটার ইয়াসির আলি রাব্বি।

এই ব্যাটার কোমরের চোটে ভুগছেন। আর সেটা বেশ গুরুতই। এমন গুঞ্জন চালু হয়েছে,

সিরিজ না খেলেই দেশে ফিরে আসতে হতে পারে ইয়াসির আলি রাব্বিকে।

যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই নিশ্চিত কী করে বলা যাচ্ছে না কী হয়েছে।

স্ক্যান করানো হতে পারে বলে গুঞ্জন শোনা গেছে। আর সেই স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পরই সিদ্ধান্ত হবে ইয়াসিরকে নিয়ে।

মূলত প্রস্তুতি ম্যাচ দিয়েই শুরু ইয়াসির আলির এই চোট। তিন দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে গিয়ে শুরুতে চোট পান তিনি।

পরবর্তীতে নেটে ব্যাট করলেও, চোট কমেনি। এবার দেখার বিষয়, এই চোট কতটুকু ভোগায় বাংলাদেশ দলকে।