জাতীয় দলে আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে একটি দল করার পরিকল্পনা দীর্ঘদিন ধরে করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সেই পরিকল্পনা থেকেই তৈরি হয় ‘বাংলা টাইগার্স’ দল। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী ২৭ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ টাইগার্সের দ্বিতীয় ক্যাম্প।
এই প্রস্তুতি ক্যাম্পের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৯ সদস্যের এই দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, নাঈম ইসলাম।
তাই জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা ও সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে গেল ফেব্রুয়ারিতে প্রথম বারের মতো ‘বাংলাদেশ টাইগার্স’ নামে ছায়া দল গঠন করে বিসিবি।
বাংলাদেশ টাইগার্সের ২৯ সদস্যের স্কোয়াড: সাদমান ইসলাম, সাইফ হাসান, জাকির হাসান, ফজলে রাব্বি, আশিক উল আলম, নাহিদুল হক, সানজামুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, আলামিন হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরী রাহি,
কামরুল ইসলাম রাব্বি, নাঈম ইসলাম, সৌম্য সরকার, রনি তালুকদার, পিনাক ঘোষ, জাকির আলী অনিক, সাজ্জাদুল রিপন, শাহীন আলম, সাব্বির রহমান, জাকিরুল আহমেদ, আবদুল হালিম, মাইশুকুর রিয়াল, হাসান মাহমুদ, রাকিব আহমেদ, সৈকত আলী, নাজমুল ইসলাম অপু।