স্বামী ভেবে অন্ধকারে মেলামেশা, বাতি জ্বালাতেই দেখেন প্রতিবেশীর জামাই

এবার স্বামী বাইরে থাকায় ঘরের দরজা না লাগিয়ে ঘুমিয়ে পড়েন চার মাসের অন্তঃসত্ত্বা। এ সুযোগে অন্ধকার ঘরে ঢোকেন প্রতিবেশীর জামাই মিরাজুল ই’স’লা’ম। অন্ধকারে স্বামী ভেবে করেন শা’রীরিক মেলামেশাও।

কিন্তু বাতি জ্বালাতেই দেখেন অন্য কেউ। এরপরই অন্তঃসত্ত্বার চি’ৎ’কারে পালিয়ে যান মিরাজুল। ঘটনাটি বগুড়ার শেরপুরের। গত ১০ জুলাই উপজে’লার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটলেও গত বুধবার অ’ভিযু’ক্ত মিরাজুলকে গ্রে’প্তা’র করেছে পু’লিশ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপ্রস্তাব দিচ্ছিলেন একই গ্রামের আকালুর খালাতো বোনের স্বামী মিরাজুল। কিন্তু তার প্রস্তাবে রাজি হননি গৃহবধূ। ১০ জুলাই সন্ধ্যায় গৃহবধূর বাড়িতে এসে স্বামীকে নিয়ে বেড়াতে যান তিনি। চার মাসের অন্তঃসত্ত্বা ও অ’সুস্থ হওয়ায় ঘরের দরজা না লাগিয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ।

এদিন রাত গভীর হতেই কৌশলে গৃহবধূর স্বামীকে বাইরে রেখে ঘরে ঢোকেন মিরাজুল। এরপর তার সঙ্গে শা’রীরিক মেলামেশা করেন। পরে ঘরের বাতি জ্বালিয়ে দেখেন তার স্বামী নন। ওই সময় ভুক্তভোগীর চি’ৎ’কারে পালিয়ে যান মিরাজুল।

এ বিষয়ে শেরপুর থা’নার ওসি শহিদুল ই’স’লা’ম বলেন, এ ঘটনায় বুধবার রাতে মিরাজুলের বি’রু’দ্ধে শেরপুর থা’নায় ধ’র্ষ’ণ মা’ম’লা করেন ভুক্তভোগী গৃহবধূ। মা’ম’লার পরিপ্রেক্ষিতে রাতেই অ’ভিযান চালিয়ে মিরাজুলকে গ্রে’প্তা’র করে আ’দা’লতের মাধ্যমে কারাগারে পাঠায় পু’লিশ।