হ্যান্ডসাম যুবকের বাইকে বসে জনপ্রিয় হিন্দি গানে রোম্যান্টিক মুডে ধরা দিলেন রানু মন্ডল

ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রানু মণ্ডলের ভিডিও। এক যুবকের বাইকে বসে রোম্যান্টিক হিন্দি গানের তালে পা ও মাথা দোলাতে দেখা গেল তাকে। কে এই রানু মন্ডল? তা নিশ্চয় আলাদা করে বলে দিতে হবে না!

রানাঘাটের স্টেশনে বসে একসময় ভিক্ষে করতেন। হঠাৎই খুলে যায় ভাগ্যের চাকা। লতা মঙ্গেশকরের গাওয়া গান গেয়ে রাতারাতি সেলিব্রিটি হয়ে যায় রানু

এমনকি মুম্বাই গিয়ে গান রেকর্ড করার সুযোগও পান। তবে, নিজের ব্যবহারের গানে আবারও পুরোনো জায়গায় ফিরে এসেছেন। ফেমাস হয়ে যাওয়ার পর এখন আর ভিক্ষে করতে স্টেশনে বসতেও পারেন না। কারণ সবাই তার সঙ্গে ছবি তোলার জন্য ও ভিডিও করার জন্য হুমড়ি খেয়ে পড়েন। তাই এখন বাড়িতেই থাকেন রানু মন্ডল।

তবে, সেখানেও শান্তি নেই। ইউটিউবাররা ভিডিও বানানোর জন্য দিন-দুবেলা গিয়ে হাজির হন রানু মণ্ডলের বাড়িতে। কখনও কখনও রানু বিরক্ত হতে তাদের তাড়িয়ে দেয়, ঝাটা পেটা করে, কটু কথা বলে। আবার কখনও হাসি মুখে ইন্টারভিউ দেয়। সম্প্রতি রানু মণ্ডলের যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে, তা একপ্রকার রিল ভিডিও বলা যেতে পারে।

কারণ ভিডিওটি খানিক মুহূর্তের। কয়েক সেকেন্ডের এই ভিডিওতে রানুকে দেখা গিয়েছে একটি যুবকের বাইকে বসে থাকতে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় হিন্দি গান চোরি চোরি চুপকে চুপকে।

রানুর পরনে রয়েছে সাদা ডট দেওয়া নীল রঙের নাইটি। এই ভিডিওটি ভাইরাল হতেই হেসে লুটোপুটি খেয়েছেন নেটিজেনরা। যদিও অনেকেই একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে ভিডিওর ভিউ বাড়ানোর জন্য এইভাবে ব্যবহার করায় নিন্দা করেছেন।