শামিম পাটোয়ারী, বেশ রাখ ডাক দেখিয়েই জাতীয় দলে পা রেখেছিলেন তিনি। নিজেকে প্রমাণ করার যথেষ্ঠ সুযোগ না মিললেও একেবারে যে মেলেনি সেটা নয়।
বার বার ব্যার্থতার গ্লানি মাথায় নিয়ে বাদ পরেছেন জাতীয় দল থেকে। সর্বশেষ বিপিএলের আসরেও নিজেকে মেলে ধরতে পারেনি স্ব-চেনা রুপে।
তবে ঢাকা প্রিমিয়ার লীগে(ডিপিএল) সুযোগ পেয়েই নিজেকে তুলে ধরেছেন শামীম পাটোয়ারী।সোমবার (২১মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে সিটি ক্লাবের মুখোমুখি হয় আবাহনী।
টস জিতে আগে ব্যাটিং করেছে আবাহনী। এই ম্যাচে ৬৩ বলে ১৩ চার ও ৬ ছক্কায় লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান শামীম।
অর্ধশতকের পূর্বে তুলনা মূলক কিছুটা মন্থর ব্যাটিং করলেও, হাফ সেঞ্চুরির পর ঝড়ো ব্যাটিং এর আগ্রাসন চালাতে থাকেন শামীম।শেষ দিকে ঝড় তুলে পরের ২৩ বলে ফিফটি করে ৬৪ বলে তুলে নেন শতক।
যেখানে ইনিংসের শেষ ওভারে নেন ২১ রান। শেষ পর্যন্ত ব্যাটিংয়ে ৬৬ বলে ১৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১০৮ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।
তাঁর সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩০৯ রানের বিশাল পুঁজি গড়ে আবাহনী। শামীম ছাড়াও নাঈম শেখ ৩৭, তৌহিদ হৃদয় ৪৬ রান করেন।
অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে আসে ২৪ রান।অন্যদিকে, লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মাশরাফি বিন মর্তুজার দখলে।
২০১৬ সালের প্রিমিয়ার লিগে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।