১৪১ রানের ব্যাটিং তাণ্ডব চালিয়ে প্যাভিলিয়নে ফিরলেন আশরাফুল গড়েছে রান পাহাড়

ব্যাট হাতে আবারও জ্বলে উঠলেন মোহাম্মদ আশরাফুল। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্যাট হাতে তাণ্ডব চালালেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

গত বিপিএলে দল না পাওয়া মোহাম্মদ আশরাফুলকে এবার দলবদলের সময় নিজেদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করে ব্রাদার্স ইউনিয়ন।

অভিজ্ঞ এই ক্রিকেটারের হাতে অধিনায়কত্বও তুলে দেয়া হয় দলটির পক্ষ থেকে। অধিনায়কের দায়িত্ব যথাযথভাবে পালন করার পাহসাপাশি এবার বড় স্কোরের দেখাও পেয়েছেন আশরাফুল।

ডিপিএলের ৩৮তম ম্যাচে বিকেএসপিতে মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন এবং রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। এদিন প্রথমে ব্যাটিং করতে নামা ব্রাদার্স ইউনিয়ন প্রথমেই উইকেট হারিয়ে বসে।

ওপেনার আশরাফুলের সাথে অবশ্য তিন নম্বরে নামা মাইশুকুর দেখেশুনে ব্যাট চালিয়ে যেতে থাকে। রূপগঞ্জের বোলারদের দেখেশুনে ব্যাট চালিয়ে এদিন ৭৫ বলে অর্ধশতক পূর্ন করেন মাইশুকুর।

তার সাথে যোগ্য সঙ্গ দিয়ে নিজেও ব্যক্তিগত স্কোর বড় করতে থাকেন আশরাফুল।৭৭ বলে অর্ধশতক পূর্ণ করা আশরাফুল অবশ্য সময় বাড়ার সাথে সাথে রানের গতিও বাড়িয়েছেন রূপগঞ্জের বিপক্ষে।

দলীয় ১৫০ রানের মাথায় বিচ্ছিন্ন হয় আশরাফুল ও মাইশুকুরের জুটি।৯১ বল মোকাবেলায় ৬৮ রান করে মাইশুকুর সাজঘরে ফিরে যান ফজলে রাব্বির শিকারে পরিণত হয়ে।

মাইশুকুরের বিদায়ের পর আশরাফুলের সাথে যোগ দেন মিনহাজুল। তাকে সাথে নিয়েই ডিপিএলের এবারের আসরে শতকের দেখা পান দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার।

১১০ বল মোকাবেলায় সেঞ্চুরি পূর্ন করেন আশরাফুল। তিনি শতকের দেখা পেলেও স্কোর বড় করতে ব্যর্থ হয়েছেন মিনহাজুল।

৩৭ বল মোকাবেলায় ৩০ রান করে নাসুম আহমেদের শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন তিনি।শেষের দিকে আবারও রানের গতি বাড়াতে থাকে আশরাফুল।

লঙ্কান চতুরঙ্গ ডি সিলভাকে সাথে নিয়ে শেষের দিকে দ্রুত গতিতে রান তুলতে থাকেন তিনি। ২২ বলে অর্ধশতক পূর্ণ করা চতুরঙ্গ ডি সিলভা সাজঘরে ফিরে যান ২৫ বলে ৫১ রান করে।

শেষ পর্যন্ত আশরাফুলের ১৩৯ বলে বলে ১৪১ রানের অপরাজিত ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০০ রানে থামে ব্রাদার্স ইউনিয়নের ইনিংস।