১৪ উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকের তালিকায় মাশরাফি বিন মুর্তজা

দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব ছাড়ার পর আর সেভাবে মাঠে দেখা যায়নি মাশরাফি বিন মুর্তজাকে।

সর্বশেষে বিপিএল এরপর এবার ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ বাদে প্রতিটি ম্যাচেই খেলেছেন মাশরাফি বিন মুর্তজা।

সেই সাথে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে বল হাতে দারুণ ফর্মে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে খেলেছেন তিনি। আর বল হাতে ৮ ম্যাচে তিনি তুলে নিয়েছেন ১৪ উইকেট।

যা এই টুর্ণামেন্টে যৌথভাবে ষষ্ঠ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ৫.৬১ ইকোনমিক রেটে এবারের টুর্নামেন্টে মাশরাফির বেস্ট বোলিং ফিগার ৩৮ রানে চার উইকেট।

ইতিমধ্যে ঢাকা প্রিমিয়ার লিগে ৯ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে জয়লাভ করে সুপার লিগ নিশ্চিত করেছে তার দল লিজেন্ড অব রূপগঞ্জ।

আগামীকাল শেষ হয়েছে যে তারা মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ১৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকের তালিকায় সবার প্রথমে রয়েছেন পারভেজ রসুল।