১৬ মাস পর লাল বলে বোলিং করতে নেমে অগ্নিঝরা বোলিং করলেন মুস্তাফিজুর রহমান

দীর্ঘদিন ধরেই টেস্ট ক্রিকেট থেকে বাইরে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান সময়ের সেরা ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান।

শেষ পর্যন্ত বিসিবির চাপে আবারো টেস্ট ক্রিকেটের ফিরেছেন তিনি।যার প্রস্তুতি হিসেবে গতকাল ওয়েস্ট ইন্ডিজে প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনে বোলিং করতে নামেন মোস্তাফিজুর রহমান।

দীর্ঘদিন পর বোলিং নেমে প্রথম ওভারেই বাজিমাত করেছেন তিনি। ব্যক্তিগত বিশ্বের প্রথম ওভারেই তুলে নেন জোড়া উইকেট।

দ্বিতীয় দিনের অপরাজিত ব্যাটসম্যান জেরোমি সোলজানো ছিলেন সেঞ্চুরির পথে। তবে তাকে সেঞ্চুরি করতে দেননি মুস্তাফিজ ৯২ রান করা এই ব্যাটসম্যানকে প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।

এক বল পরেই শূন্য রানে লুইসকে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এই পর তিনি প্যাভিলিয়নে ফেরেন হাফ সেঞ্চুরি করা কারিয়াহকে।

মোট ৬ ওভার বোলিং করেছেন মুস্তাফিজ। যেখানে থেকে তুলে নিয়েছেন তিন উইকেট। এর আগে ৩১০ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

এছাড়াও হারিয়ে ৩৫৯ রান করে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ। দুজনের মধ্যকার প্রস্তুতি ম্যাচ টি ড্র হয়েছে।