১৭৯ স্ট্রাইকরেটে ৩ বলে ১৮ রান ব্যাটিং তাণ্ডবে দলকে জিতিয়ে কত লাখ টাকা পুরস্কার পেল মিলার

আইপিএলে প্রথম আসরেই বাজিমাত করেছে গুজরাট টাইটান্স। প্রথম রাউন্ডে দুর্দান্ত পারফর্ম করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করা গুজরাট প্রথম কোয়ালিফায়ারে এসেও রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালের প্রথম দল হিসেবে টিকিট কেটেছে। শেষ ওভারে জয়ের জন্য গুজরাটের সামনে বড় লক্ষ্য থাকলেও তা টপকে গেছে তারা।

প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা রাজস্থান রয়্যালসের হয়ে এদিন দুর্দান্ত পয়ারফর্ম করেন গোটা আসরে পারফর্ম করা জস বাটলার। তার ব্যাট থেকে আসে ৫৬ বলে ৮৯ রান। যেখানে ছিল ১২টি চার ও ২টি ছক্কার মার। অধিনায়ক সাঞ্জু স্যামসন ২৬ বল মোকাবেলায় খেলেন ৪৭ রানের ইনিংস। সেই সাথে দেবদূত পাডিকলের ২৮ রানে চড়ে নির্ধারিত ২০ ওভারে রাজস্থান ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের পুঁজি পায়।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই রাজস্থান বোলারদের উপর চেপে বসে গুজরাটের ব্যাটাররা। ২১ বল মোকাবেলায় শুবম্যান গিল খেলেন ৩৫ রানের ইনিংস। ম্যাথু ওয়েড ৩০ বলে ৩৫ রানের ধীরগতির ইনিংস খেললেও শেষে দিকে দলকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন হার্দিক পান্ডিয়া এবং ডেভিড মিলার।

একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে রাজস্থান বোলারদের তুলোধুনো করেন এই দুই ব্যাটার। শেষ ওভারে গুজরাটের জয়ের জন্য ১৬ রান প্রয়োজন হলে স্ট্রাইকপ্রান্তে থাকা ডেভিড মিলার তিন বলে ৩টি ছক্কা হাঁকান প্রশিধ কৃষ্ণাকে। ফলে ৩ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত হয় গুজরাটের।

হার্দিক পান্ডিয়া ২৭ বলে ৪০ রানের ইনিংস খেলার সাথে মিলার খেলেন ৩৮ বলে ৬৮ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস। মিলারের এই ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। তার স্ট্রাইকরেট ১৭৮.৯৫।

ব্যাট হাতে দলকে ফাইনালে তোলার পর ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মিলার। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হবার পর মিলার পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ ভারতীয় রুপি।