১৮ ছক্কা ৮ চার হাঁকিয়ে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে রান পাহাড় গড়েছে এনামুল হক বিজয়

ব্যাট হাতে আবারও ঝড় তুলেছেন এনামুল হক বিজয়। জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার গত বিপিএলে ব্যাট হাতে সাফল্যের দেখা পাওয়ার পর ঘরোয়া ক্রিকেটের আরেক আসর ডিপিএলেও রানফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন নিয়মিতই।

যার ধারাবাহিকতায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে এবার ঝড় তুলেছেন ব্যাট হাতে।রবিবার (২৭ মার্চ) ডিপিএলে মুখোমুখি হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

এদিন প্রাইম ব্যাংকের প্রথম ইনিংসে ব্যাট হাতে ওপেনিং করতে নামেন এনামুল হক বিজয় এবং শাহাদাৎ হোসেন দিপু। এই দুই ব্যাটার মিলে স্কোরবোর্ডে জমা করে ১৬২ রান।

ব্যাট হাতে ৪৭ বলে ৪৭ রানের ইনিংস খেলে দিপু সাজঘরের পথ ধরলেও আগ্রাসী মেজাজে খেলে যান বিজয়।দিপুর বিদায়ের পর অভিমন্যুকে নিয়ে জুটি গড়ে দলীয় স্কোর বড় করতে থাকেন এনামুল।

৪৩ বলে ৩০ রান করে অভিমন্যু প্যাভিলিয়নের পথ ধরলে মোহাম্মদ মিঠুন সঙ্গ দেন বিজয়কে। এই জুটি অবশ্য খুব বেশি লম্বা না হলেও বিজয় শতক হাঁকিয়ে দলের স্কোর এগিয়ে নিয়ে যান।

অল্পের জন্য অবশ্য ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হন বিজয়।১৪২ বল মোকাবেলায় বিজয় এদিন খেলেছেন ১৮৪ রানের বিধ্বংসী ইনিংস। ১২৯.৫৭ স্ট্রাইকরেটে ব্যাটিং করা বিজয়ের এই ইনিংসে ছিল ১৮টি চার ও ৮টি ছক্কার মার।

শেষের দিকে প্রাইম ব্যাংকের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন নাসির হোসেনও। মাত্র ৩২ বল মোকাবেলায় ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন নাসির।

তার এই ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮৮ রানের পাহাড়সম পুঁজি পায় প্রাইম ব্যাংক।জবাবে খেলতে নামা শাইনপুকুর শুরু থেকেই ধারাবাহিক বিরতিতে উইকেট বিলাতে থাকে।

মিডল অর্ডারে সিকান্দার রাজা ৯৮ রানের ইনিংস খেললে তার সাথে তার সাথে সাজ্জাদুল খেলেন ৫৬ রানের ইনিংস। তবে তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে শাইনপুকুর ২৭৭ রানে থামলে তারা ম্যাচ হারে ১১১ রানের বড় ব্যবধানে।