২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০ দল, সরাসরি খেলতে হলে বাংলাদেশকে

আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।

গতবারের মতো এবারের আসরে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে ১২টি দল। যেখানে সরাসরি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

তবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ অর্থাৎ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে ২০ দল। এইবারই প্রথম এতগুলো দল অংশগ্রহণ করবে আইসিসি বৈশ্বিক কোন ইভেন্টে। তবে এখানে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে না সবাই।

রবিবার (১০ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আইসিসির সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,

আগামী ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। এর মধ্যে সরাসরি খেলবে দুই আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র এবং র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দুই দল।

এছাড়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা আট দলও সরাসরি সুযোগ পাবে। বাকি ৮টি দলকে বাছাইপর্ব খেলে আসতে হবে।

বাংলাদেশকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এবারের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে মধ্যে থাকতে হবে। নয়তোবা বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব।