এশিয়া কাপের আর বাকি আছে মাত্র ২১ দিন। এবারের আসরটা শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও দেশটির চলমান সংকটের কারণে তা আর হচ্ছে না।
এবারের এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসরটা বসবে সংযুক্ত আরব আমিরাতে।কারণ সেটাই একমাত্র জায়গা যেখানে বৃষ্টি হবে না।’
শ্রীলঙ্কার আয়োজন অনিশ্চিত হয়ে যাওয়ার পর থেকে গুঞ্জন ছিল বাংলাদেশ বা ভারতের কোথাও এবারের আসর আয়োজনের।তবে বৃষ্টির কারণেই সেটা হচ্ছে না আর।
এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানায়, এ বছরের এশিয়া কাপ আয়োজন করতে পারছে না লঙ্কানরা।
দেশটিতে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই যে এই অপারগতা, তা বলাই বাহুল্য।২০২২এশিয়া কাপ এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতার ১৫তম সংস্করণ হবে।
খেলাগুলো টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালের (টি২০) সংস্করণে অনুষ্ঠিত হবে।অপরদিকে পাকিস্তান ২০২৩ এশিয়া কাপ আয়োজন করবে।বর্তমান বাংলাদেশ ক্রিকেটের বেহাল দশা টি২০তে তেমন কেউ ফরমে নাই।
তার উপর দেশ সেরা অপেনার তামিম টি২০ থেকে সরে দারানোয় একটু জটিল হয়েছে বাংলাদেশের জন্য।টি২০ তে লিটনের সাথে ধারাবাহিক ভাবে কেউ খেলতে পারেনাই তাই সম্ভাবনা আছে লিটনের সাথে ওপেনিং এর ঘারতি মেটাতে দরে আনা হতে পারে মুনিম শাহরিয়াররেক।
সাকিব থাকবে ২ নম্বর পজিশনে।এশিয়াকাপে অধিনায়ক হিসেবে থাকবেন দেশ সেরা ক্রিকেটার সাকিব। আর ফিনিসার হিসেবে থাকবে
মাহমুদউল্লাহ।একনজরে দেখেনিন ১৫ সদস্যের দল:
সাকিব আল হাসান (অধিনায়ক),মাহমুদউল্লাহ, মুনিম শাহরিয়ার, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, বিজয়,আফিফ হোসেন,মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মেহেদী হাসান, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।