৪০ টেস্ট, ৭০ ওয়ানডে ও ৭৬টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আগামী চার বছরে বাংলাদেশের সামনে রয়েছে ব্যস্ত সূচি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্ভাব্য এফটিপিতে আগামী চার বছরে ৪০টির বেশি টেস্ট, ৭০টির বেশি ওয়ানডে ও ৭৬টির বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

রোববার (১৭ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, আইসিসি ও এসিসি ইভেন্ট ছাড়াই আগামী চার বছরে বাংলাদেশ দলের এসব ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়েছে।

এ নিয়ে বিশ্বের ক্রিকেট খেলুড়ে সব বোর্ডের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। সিরিজগুলো চূড়ান্ত হলেই এফটিপিতে আপলোড করা হবে।

প্রসঙ্গত, অভিষেকের পর এখন পর্যন্ত ১৩০টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। অন্যদিকে ওয়ানডে ম্যাচ খেলেছে ৩৯৪টি। আর এখন পর্যন্ত ১২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে টাইগাররা।