৪ ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরির পরেও ম্যাচ হেরে যেসব কারণে দোষালেন অধিনায়ক তামিম

বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে হেরেছে বাংলাদেশ।জিম্বাবুয়ের জয় ৫ উইকেটের।

সিকেন্দার রাজা ও ইনুসেন্ট কিয়ায়ার ১৯২ রানে জুটিতে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।র‍্য্যাঙ্কিংয়ে বাংলাদেশের (৭) চেয়ে অনেকটা পেছনে জিম্বাবুয়ে (১৫)।

দুই দলের সবশেষ ১৯টি মুখোমুখি লড়াইয়েই জিতেছে বাংলাদেশ। ২০১৩ সালের পর আর কোনো ওয়ানডে জিততে পারেনি জিম্বাবুয়ে।তবে এইবার প্রথম ওয়ানডেতে ৩০৪ রানে লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগার পেইসারদের সামলাতে হিমসিম খাই জিম্বাবুয়ের ব্যাটাররা।

ইনিংসের শুরুর ওভারেই জিম্বাবুয়ে অধিনায়ক রেগিস চাকাভা বোল্ড হয়ে ফিরে যান মুস্তাফিজের বলে।এর পরের ওভারেই ত্রেশাইয়া মুসাকান্ডা ৪ রান করে শরিফুল ইসলামের বলে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দিয়ে দলীয় ৬ রানে সাজঘরে ফিরেন।

এরপর ম্যাচে কিছুটা প্রতিরোধ গড়েন ইনুসেন্ট কাইয়ায়া ও উইসলি মাদিভিরী।তাদের ৫৬ রানের পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে।তবে দলীয় ৬২ রান অদ্ভুত রান আউটের কাটা পরেন উইসলি মাদিভিরী।

এরপর শুরু হয় সিকেন্দার রাজা এবং ইনুসেন্ট কাইয়ার ম্যাজিক।তাদের সামনে আর সুবিধা করতে পারেনি টাইগারদের আর কোনো ব্যাটার।তবে টাইগারদের এই ম্যাচ হারের পিছনের অন্যতম কারণ বাজে ফিল্ডিংয়।যেখানে পুরো ইনিংসে ছন্দ ছাড়া দেখা গেছে বাংলাদেশ দলের ফিল্ডিং। যেখানে ফিল্ডাররা গুরুত্বপূর্ণ সময়ে সিকেন্দার রাজা এবং ইনুসেন্ট কাইয়ায়ার ক্যাচ মিস করেছেন।যার ফলাফল হিসেবে দুইজনের অসাধারণ শতকের দিনে জিম্বাবুয়ের কাছে রীতিমতো পাত্তাই পাইনি বাংলাদেশ।তামিম ইকবাল জানান,

”আমি মনে করি আমাদের রান যথেষ্ঠ ছিল নাহ। আমারা আরো ১৫-২০ রান বেশী সংগ্রহ করতে পারতাম কিন্তু আমরা থেমে গিয়েছি। আমরা শুরুর দিকে ১০-১৫ ওভার টেস্ট মেজাজে খেলেছি।আমারা দিনের পর দিন ক্যাচ মিস করেই যাচ্ছি , এবং আজকে আমাদের এর মূল্য দিতে হয়েছে। আমার মনে হয় লিটন সিরিজ থেকে ছিটকে গেছে, বাকিদের নিয়ে ভাবতে হবে। “

দুর্দান্ত খেলে এই ম্যাচে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পেয়েছেন ইনুসেন্ট কাইয়ায়া।আর অন্যদিকে সিকান্দার রাজা তুলে নিয়েছেন তার ক্যারিয়ারের ৪র্থ শতক।যা বাংলাদেশের বিপক্ষে প্রথম।১০৯ বলে ১৩৫ রানে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। ৮ বাউন্ডারি ও ৬ ছক্কায় এ রান করেন রাজা।আর আগে তামিম-লিটন রেকর্ড বুকে জায়গা করার দিনে হারারের স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে স্কোরবোর্ডে ৩০৩ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেছেন লিটন দাস। অবশ্য তাঁর ইনিংস আরও বড় হতে পারতো। কিন্তু পেশিতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ডানহাতি এই ব্যাটারকে। লিটনের পাশাপাশি রানের দেখা পেয়েছেন এনামুল হক বিজয়, তামিম ইকবাল, মুশফিকুর রহিমও।