বিয়ে করলেন সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’ থেকে পরিচিতি পাওয়া গায়িকা আয়েশা মৌসুমী। তবে একটু ব্যতিক্রমভাবে বিয়ের কাজটি সম্পন্ন করলেন এই গায়িকা। করোনাকালীন সময়ে জনপ্রিয়তা পাওয়া জুম মিটিংয়ে বিয়ে সেরেছেন এই গায়িকা।
গত ১৭ জুন ছিল তার জন্মদিন। আর জন্মদিনেই অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী তসলিম মজুমদার। বর নিউইয়র্ক আর কনে ঢাকায় ল্যাপটপে জুম অ্যাপে যুক্ত হয়ে কবুল করে নিয়েছেন একে অপরকে। তবে দুই দেশেই তখন বর-কনের পাশে ছিলেন তাদের স্বজনরা। আর বিয়ের কাবিন ধার্য হয়েছে মাত্র ৫০১ টাকা।
জুমে বিয়ে প্রসঙ্গে গায়িকার ভাষ্য, ‘প্ল্যান করি অনলাইনে বিয়ে করার। তাতে দুই পরিবার থেকেও সাড়া পাই। তাই শুভ কাজটি সারতে আর দেরি করিনি। মাস কয়েক পর তসলিম দেশে আসছে। তখন একসঙ্গে বড় আয়োজন করার পরিকল্পনা আছে।’
আরু পরুন= পাহাড়ি ঢল নেমে আসায় দেশের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। এমন অবস্থায় বন্যার্তদের সাহায্য এগিয়ে আসছেন সকল শ্রেণিপেশার মানুষ। যাদের সঙ্গে এবার যোগ দিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। শনিবার (১৮ জুন) রাতে এক ভিডিওবার্তায় বন্যাকবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন দিলেন।
ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন, ‘সিলেটের বন্যার ভয়াবহতার কারণে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, ১০-১২টা গরু কোরবানি না দিয়ে শুধুমাত্র ১টা বা দুইটি গরু কোরবানি দেবো। এই কোরবানির যত টাকা আছে তা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবো। শুধু কোরবানির টাকাই না, আমার ব্যবসার টাকা এবং আমি যে মুভি (দিন: দ্য ডে) মুক্তি দিচ্ছি, সেটা থেকেও টাকা আসবে- সবকিছু দিয়েই সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।’তিনি আরো বলেন, ‘যখন যেখানে দুর্যোগ হয় আমি পাশে দাঁড়াই। আমাদের যাদের অর্থ-কড়ি আছে, আমরা কেউ টাকা কবরে নিয়ে যেতে পারব না। আমরা যেটা আয় করি সেটা মানুষের কাজে খরচ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ আপনি-আমি একদিন পৃথিবীতে থাকব না।
আমরা নিজেরা ভোগ না করে, যদি মানুষের কল্যাণে টাকা খরচ করতে পারি, তাহলে আল্লাহ্ আমাদের এই দান কবুল করবেন। মরার পর আমাদের পাশে মানুষের দোয়া ছাড়া আর কিছুই থাকবে না। যে যতটুকু পারেন মানুষের পাশে দাঁড়ান। সবাই মিলে একটু একটু করলেও তাদের অনেক সহায়তা হবে।’আসন্ন ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিল অভিনীত ‘দিন: দ্য ডে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। এতে অনন্ত জলিলের বিপরীতে বরাবরের মতো অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা।