৬,৬,৬,৪,৪,৬, ইংল্যান্ডের কাউন্টিতে প্রথম ম্যাচেই আশরাফুলের ঝড়ো সেঞ্চুরি

এবার ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন বাংলাদেশের প্রথম সুপারস্টার ও সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

ইংল্যান্ড মাইনর কাউন্টিতে ৮৫ বলে ১০৭ রানের দারুণ এই ইনিংস খেললেন আশরাফুল। এদিকে ইংল্যান্ডের ডার্বিশায়ার কাউন্টিতে এই শতক হাঁকিয়ে আশরাফুল,

কাউন্টি মাইনর লিগে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন।এর আগে গত ২০০৬ সালে প্রথম মাইনর কাউন্টি খেলেন আশরাফুল।

২০০৬, ২০১২ এবং ২০১৯ সালে মাইনর কাউন্টিতে খেলেছেন আশরাফুল। এবার গত ৭মে ইংল্যান্ডে পাড়ি দেন আশরাফুল।

এদিকে আশরাফুল ছাড়াও ইমরুল কায়েস, আরাফাত সানি, ফরহাদ রেজা, জহুরুল ইসলাম অমি এবং সোহরাওয়ার্দী শুভ কাউন্টিতে খেলতে গেছেন।

আমরা দেখিয়ে দিলাম ইউরোপের রাজা কারা: কর্তোয়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ন্যুনতম ব্যবধানে জিতে শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ৫৯ মিনিটের সময় জালের ঠিকানা খুঁজে নেন ভিনিসিয়াস জুনিয়র। সেটিই হয়ে যায় ফল নির্ধারক।তবে ম্যাচের আসল ফল নির্ধারক ছিলেন মূলত গোলরক্ষক থিবো কর্তোয়া।

পুরো ম্যাচে গোলের জন্য অন্তত ২৪টি শট করেছে লিভারপুল। যার মধ্যে নয়টিই ছিল লক্ষ্য বরাবর। কিন্তু একটিও টপকাতে পারেনি কর্তোয়ার প্রাচীর।

যত জোরালো আক্রমণই করেন না মোহামেদ সালাহ, সাদিও মানেরা- বারবার আটকে গেছেন বেলজিয়ান গোলরক্ষকের সামনে।

এমন অতিমানবীয় পারফরম্যান্সের পর কর্তোয়ার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ফাইনালে সেরার পুরস্কার হাতে নিলেন তিনি। এর আগে ২০০১ সালে অলিভার কান ও ২০০৮ সালে ফন ডার সারের ছিল এই কীর্তি।