৭ বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট এবং ওয়ানডে খেলতে আসছে ভারত

বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী দুটি দেশ হলেও দুই দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হয় খুবই কম সময়।

তবে দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশের বিপক্ষে বহু প্রত্যাশিত টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে নভেম্বরে ঢাকায় আসবে ভারত জাতীয় ক্রিকেট দল।

সর্বশেষে ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল ভারত। টেস্ট সিরিজ ভারত ১-০ ব্যবধানে জয়লাভ করলেও ওয়ানডে সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছিল ২-০ ব্যবধানে।

এরপর বাংলাদেশ ভারতের মাটিতে দুইবার টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসেনি ভারত।

শেষ পর্যন্ত এই বছরের নভেম্বরে দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত।

আগামী কয়েক মাস খুবই ব্যস্ত সময় পার করবে ভারত এবং বাংলাদেশ। সূচি অনুযায়ী এ সময় ভারতের ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার সাথে দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে।

এ সময়ে বাংলাদেশের জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের বিপক্ষের দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। এরপর অক্টোবরে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দুই দল চলে আসবে ঢাকায়। সুচি এখনো নিশ্চিত না হলেও জানা গেছে দুই দলের মধ্যকার সিরিজ শুরু হবে নভেম্বরের শেষ সপ্তাহে।