৮৬২ দিন পর একাদশে ফিরে তাইজুল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিং করে ৫ উইকেট তুলে নেন, অলআউট ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও টাইগার স্পিনারদের কাছে পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা।

এইদিন বাংলাদেশের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের বোলিং টপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

তাইজুল ইসলামের ক্যারিয়ার সেরা ৫ উইকেটে ৪৮.৪ ওভারে ১৭৮ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।হোয়াইটওয়াশের মিশনে খেলতে নেমে টস জিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশি অধিনায়ক তামিম ইকবাল খান।

আর এর মাধ্যমে টানা তিন ম্যাচে টস জেতে হ্যাটট্রিক পূর্ণ করেছেন।এদিকে টস হেরে ব্যাট করতে নেমে তাইজুল-মোস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে শুরুটা ভালো হয়নি উইন্ডিজের।

ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম দুই ম্যাচ খেলতে না পারা তাইজুল ইসলাম ক্যারিবিয়ান ওপেনার ব্রেন্ডন কিংকে সাজঘরে ফেরান।পঞ্চম ওভারে আরেক ওপেনার সাই হোপকে নিজের শিকান বানান তিনি।

আউট হওয়ার আগে কিং ৮ ও হোপ ২ রান করেন। আর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে এসে মোস্তাফিজুর রহমানের বলে ৪ রানে আউট হন শামারা ব্রকস।

চতুর্থ উইকেট জুটিতে ব্যাটিং বিপর্যয়ে পড়া দলের হাল ধরেন দলনেতা নিকোলাস পুরান ও কেসি কার্থি। এ সময় দুজন মিলে তুলেন ৬৭ রান। ৬৬ বলে ৩৩ রানে নাসুম আহমেদের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন কার্থি।পরের উইকেটে খেলতে নেমে সুবিধা করতে পারেননি রোভম্যান পাওয়েল।

তাইজুল ইসলামের বলে বোল্ড হয়েছেন ব্যক্তিগত ১৮ রানে। এরপর আর কেউই পুরানকে সঙ্গ দিতে পারেননি। আকিল হোসেন আউট হয়েছেন মাত্র ১ রানে। আর ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর ৭৩ রানে থেমেছেন দলনেতা নিকোলাস পুরান।পুরানকে আউট করার মাধ্যমে নিজের ফাইফার নিশ্চিত করেন তাইজুল ইসলাম।

১০৯ বলে খেলা পুরানের ইনিংসটি চারটি চার ও দটি ছয়ে সাজানো। শেষদিকে ব্যাট হাতে ১৯ রান করেছেন রোমারিও শেফার্ড। আর ৭ রানে অপরাজিত থাকেন আলযারি জোসেফ।বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ পাঁচটি উইকেট নিয়েছেন দলীয় স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। আর একটি উইকেটের দেখা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।