৮ ছক্কা ৮ চারে ব্যাট হাতে ব্যাটিং ঝড় সাব্বিরের হাঁকিয়েছে সেঞ্চুরি দেখেনিন স্কোর

ব্যাট হাতে তাণ্ডব চালালেন সাব্বির রহমান। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়ে আবারও নিজের অবস্থান জানান দিলেন এই ব্যাটার।

ডিপিএলের সুপার লিগে বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ এবং রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

নবাগত রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে টস জিতে এদিন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ।লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে এদিন ইনিংস উদবধন করতে নামেন সাব্বির হোসেন ও রাকিবুল হাসান। ত

বে উদ্বোধনী জুটি স্থায়ী হয়নি। দলীয় ১৭ রানের মাথাতেই সাজঘরে ফিরে যান সাব্বির হোসেন।তিন নম্বরে নামা সাব্বির রহমানের সাথে জুটি গড়ে থিতু হবার চেষ্টা করেন রাকিবুল হাসান।

তবে তিনি টিকে ছিলেন দলীয় ৩৩ রান পর্যন্ত। মুকিদুল ইসলাম মুগ্ধর বলে নাসুম আহমেদের হাতে ক্যাচ দিয়ে রাকিবুল সাজঘরে ফিরে যান ব্যক্তিগত ১৬ রানে।

ডিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা নাঈম ইসলামকে নিয়ে জুটিও গড়েন সাব্বির রহমান। আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন এদিন সাব্বির।

নাঈম কিছুটা দেখেশুনে খেললেও রূপগঞ্জ টাইগার্সের বোলারদের উপর স্ট্রিমরোলার চালান সাব্বির।৬৭ বল মোকাবেলায় ৩৩ রান করে নাঈম সাজঘরে ফিরে গেলেও অর্ধশতককে শতকে পূরণ করতে সময় নেননি সাব্বির রহমান।

মাত্র ৮৮ বলে এদিন সেঞ্চুরি পূরণ করেন সাব্বির। শতক পূরণ করেও থেমে থাকেননি এই ব্যাটার। চিরাগ জানিকে নিয়ে স্কোর আরও বড় করতে থাকেন তিনি।

দলীয় ২৪১ রানের মাথায় সাব্বির রহমান সাজঘরের পথ ধরেন মুকিদুল ইসলামের শিকারে পরিণত হয়ে। ১১১ বল মোকাবেলায় ৮টি চার ও সমান সংখ্যক ছক্কার সাহায্যে সাব্বির এদিন খেলেছেন ১২৫ রানের ইনিংস।

শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) ৪৪ ওভার শেষে লিজেন্ডস অব রূপগঞ্জের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৪৫ রান। ৩৮ রান নিয়ে ক্রিজে অপরাজিত রয়েছেন চিরাগ জানি ও ৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন মাশরাফি বিন মুর্তজা।