চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আজ কোনো খেলা নেই। ক্রিকেটারদের তাই অখণ্ড অবসর। এই অবসরে বাইরে যাওয়ারও উপায় নেই।
কারণ সবাই জৈব সুরক্ষিত বলয়ে প্রবেশ করেছে। তাই হোটেলের মাঝেই ছুটির দিনটা কাটাচ্ছেন ক্রিকেটাররা। আর তাদের সেই সময় কাটানোর ছবি চলে এসেছে সোশ্যাল সাইটে।
সাকিব আল হাসানের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সুইমিং পুলের পাশে বেঞ্চে শুয়ে আছেন সাকিব, তাসকিন, রুবেল, ইমরুলরা। সবার মুখেই আবার সানস্ক্রিন লাগানো।
এই সানস্ক্রিনকে তাসকিন আহমেদ আবার ‘ফেসিয়াল ট্রিটমেন্ট’ হিসেবে উল্লেখ করেছেন। রুবেল হোসেন লিখেছেন, ‘আমদের সতীর্থদের ফেসিয়াল ট্রিটমেন্ট।’
একদিন বিরতির পর কাল থেকে আবার মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।
৮ ডিসেম্বরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী আর ফরচুন বরিশাল। দ্বিতীয় ম্যাচ হবে জেমকন খুলনা আর গাজী গ্রুপ চট্টগ্রামের মধ্যে।