শেরে বাংলায় বিসিবি সভাপতি বলেন, ‘একটা দুইটা সিরিজ যদি কেউ না খেলে, এটা নিয়ে এতো জল্পনা করার কিছু নেই।
এমনও হতে পারে বোর্ডও অনেক সিরিজে রাখবে না কাউকে। ড্রপ দিয়ে আমরা নতুন কাউকে দেখতে পারি। এটা দেখে আপনারা বলবেন বোর্ড এটা কেন করল?
কয়েক জন কমেন্ট করবে এটা কিন্তু আসলে ঠিক না, ক্রিকেটের বেটারমেন্টের জন্য ঠিক না। অনেক খেলোয়াড় সিরিজে নাও খেলতে পারে।
তার অসুবিধা থাকতেই পারে। এটাকে আমি বলবো আপনারা স্পোটিংলি নেন। এটাও খেলার একটা অংশ। বিশ্বজুড়ে এটাই হয়ে আসছে।
‘নাজমুল হাসান আরও বলেন, ‘সাকিব আমাকে বলেছে , যদিও এটা বলা উচিত না। ও একটু মেনন্টালি ডিস্টার্ব। ওকে আমার মনে হয় এই সময়টা আমাদের সকলের সাকিবকে সমর্থন দেওয়া উচিত।
ওর সাথে থাকা উচিত, ওকে মানসিক শক্তি দেওয়া উচিত। কাজেই এটা নিয়ে আলাপ আলোচনা, যে সমস্ত টকশো, লেখালিখ হচ্ছে আসলে এটা কারো জন্যই ভালো না।
একটা জিনিস আমাদের মনে রাখা উচিত সাকিব, তামিম, মাশরাফি, মুশফিকুর, রিয়াদ দেশের জন্য অনেক কিছু করেছে। এটাতো অস্বীকার করার উপায় নেই। ‘