বাংলাদেশ দলের সামনে এবার সম্মান বাঁচানোর লড়াই। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারের পর এবার ওয়ানডে সিরিজ প্রথম ম্যাচ হেরে যাওয়ায় বিপাকে পড়েছে তামিম বাহিনী।
২০১৩ সালের পর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ১৯ ম্যাচ অপরাজিত ছিল বাংলাদেশ।কিন্তু গতকাল সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাই বাংলাদেশকে টিকে থাকতে হলে আগামী কালকের ম্যাচে অবশ্যই জয়লাভ করতে হবে।
এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। ইনজুরির কারণে আগামীকালকের ম্যাচে খেলতে পারবেন না লিটন দাস।
তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। এছাড়াও ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম এবং শরিফুল ইসলাম।
তবে মুশফিকুর রহিম একাদশে থাকলেও আগামীকালকের ম্যাচে বাদ পড়তে পারেন শরিফুল ইসলাম। তাহলে জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন আরেক ফাস্ট বোলার হাসান মাহমুদ।
মেহেদী হাসান মিরাজের সাথে একাদশে দেখা যেতে পারে আরো একজন স্পিনারকে। অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের পরিবর্তে দেখা যেতে পারে তাইজুল ইসলামকে।
আগামী কালকের ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম/মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।