নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতবারের মতো এবারও কেন্দ্রীয় চুক্তিতে স্থান পেয়েছেন ২১ ক্রিকেটার।
এর মধ্যে চমকও আছে। প্রথমবারের মতো চুক্তিতে স্থান পেয়েছেন জাকির হাসান ও হাসান মাহমুদ। জাকির হাসান ও হাসান মাহমুদ এর আগে কখনো কেন্দ্রীয় চুক্তিতে স্থান পাননি।
জাকির ভালো করেন ভারতের বিপক্ষে সিরিজে। তাকে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হচ্ছে। অন্যদিকে হাসান মাহমুদ ভালো করে আসছেন নিয়মিতই।
তবে ব্যাটে-বলে দারুণ ফারফরম্যান্স দেখিয়ে বিসিবির এই বছরের কেন্দ্রীয় চুক্তিতে তিন সংস্করণেই জায়গা পেয়েছেন এই অলরাউন্ডার। প্রায় উল্টো প্রান্তে মাহমুদউল্লাহ।
টি-টোয়েন্টি দলে জায়গা হারানোর পর এই সংস্করণের চুক্তিতেও রাখা হয়নি তাকে। অভিজ্ঞ অলরাউন্ডার আছেন কেবল ওয়ানডের চুক্তিতে।চুক্তি থেকে সেখানে বাদ পড়েছেন চারজন,
এসেছেন চারজন। নতুন করে জায়গা পাওয়াদের মধ্যে জাকির হাসান ও সৈয়দ খালেদ আহমেদ আছেন শুধু টেস্টে, মোসাদ্দেক হোসেন ও হাসান মাহমুদ আছেন শুধু টি-টোয়েন্টিতে।
জাকির গত মাসে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে আবির্ভাবেই দারুণ পারফর্ম করেছেন।বাদ পড়েছেন ইয়াসির আলি চৌধুরি, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।
প্রথম তিনজন ছিলেন শুধু টেস্টের চুক্তিতে, নাঈম ছিলেন শুধু টি-টোয়েন্টিতে। এছাড়া মিরাজের সঙ্গে তিন সংস্করণের চুক্তিতে অনুমিতভাবেই আছেন সাকিব আল হাসান,
লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। এই তিনজন গতবারও ছিলেন তিন সংস্করণেই। মিরাজ গত চুক্তিতে ছিলেন শুধু টেস্ট ও ওয়ানডেতে।
গতবার তিন সংস্করণে থাকা মুশফিকুর রহিম গত বছর অবসর নিয়েছেন টি-টোয়েন্টি থেকে। এবার তাই শুধু টেস্ট ও ওয়ানডের চুক্তিতে আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২১ ক্রিকেটার
টেস্ট: লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও জাকির হাসান।
ওয়ানডে: লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি: লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন ও হাসান মাহমুদ।
এছাড়া তিন ফরম্যাটের চুক্তিতে যারা: লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।