ক্যারিয়ারের শুরু থেকে লম্বা সময় জাতীয় দলের অটোমেটিক চয়েজ ছিলেন মোহাম্মদ আশরাফুল।
কিন্তু বিপিএল ফিক্সিংয়ের কারণে লম্বা সময় মাঠে বাইরে থাকা আর ধারাবাহিকতার অভাবে জাতীয় দল থেকে বাদ পড়ে যান বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়া ৩৮ বছর বয়সী এ তারকা ক্রিকেটার এখন জাতীয় দলে ফেরার আশা ছেড়ে দিয়েছেন।
সবশেষ চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলেও সুযোগ হয়নি তার। রোববার মিরপুর সিটিক্লাব মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাবেক এই অধিনায়ককে প্রশ্ন করা হয়,
মোহাম্মদ আশরাফুল কি জাতীয় দলে ফেরার আশা করে?এমন প্রশ্নে আশরাফুল বলেন,‘আমি এখন ঘরে বসে আছি। এখন জাতীয় দলে ফেরার আশা করিনা।
এখন সুধু খেলতে চাই। হয়তো আগামী এক থেকে দুটি বছর ঘরোয়া ক্রিকেট খেলবো। তবে আমি খেলার সাথেই থাকতে চাই কোচিং নিয়ে কাজ করতে চাই।
যেহেতু আমার খেলার অনেক অভিজ্ঞতা আছে সেটা নিয়ে কাজ করতে পারবো। আর যারা তরুণ ক্রিকেটার আছে তাদের সময়।’এছাড়া সাবেক এই অধিনায়ক বলেন,
‘হাথুরুসিংহে আবারও বাংলাদেশের কোচ হলে ভালো হবে। কারণ তার সময়ে তামিম-সাকিবরা ক্যারিয়ারের সেরা ফর্মে ছিল। বাংলাদেশ দলও অনেক ভালো করেছে।